নিজস্ব প্রতিবেদক: মাইক্রোসফ্টের গবেষকরা বুধবার জানিয়েছেন, রাশিয়ার সরকার-লিঙ্কড একটি হ্যাকিং গ্রুপ টেকনিক্যাল সাপোর্ট হিসেবে ভ্রান্তিপূর্ণভাবে তৈরি করা মাইক্রোসফ্ট টিমস চ্যাটের মাধ্যমে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর লগইন তথ্য চুরির লক্ষ্যে একটি অভিযান চালিয়েছে।
গত মে মাস থেকে এই "খুবই টার্গেট করা" সমাজকল্যাণমূলক হ্যাকিংয়ে ৪০টিরও কম বৈশ্বিক প্রতিষ্ঠানকে ক্ষতি হয়েছে বলে মাইক্রোসফ্টের তদন্তে জানা গেছে।
হ্যাকাররা নিজেদের টেকনিক্যাল সাপোর্ট প্রতিষ্ঠানের মতো করে ডোমেইন এবং অ্যাকাউন্ট তৈরি করেছে এবং টিমস ব্যবহারকারীদের চ্যাটে আকৃষ্ট করে তাদেরকে এমএফএ অনুমোদন দেয়ার চেষ্টা করেছে।