Homeপাকিস্তান পাকিস্তানে তুষারধসে মৃত্যু ১১ জন byKbdnews •May 28, 2023 0 গিলগিত বালতিস্তান | ছবি: EI Mohurteসংগৃহীত: পাকিস্তানের গিলগিট বালতিস্তানের আস্তোর জেলায় তুষারধসে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ জন। নিহতদের মধ্যে তিন জন মহিলা। গিলগিট বালতিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (জিবিডিএমএ) বলেছে, এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার হয়েছে। Tags: পাকিস্তান Facebook Twitter