ছবি:আমিরুল ইসলাম অল্ডাম |
আমিরুল ইসলাম অল্ডাম ঃ গাংনীতে ভূমি সেবা সপ্তাহের সমাপনী উপলক্ষে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকোলে গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী , বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম প্রমুখ।
ভূমি সংক্রান্ত নানা তথ্য উপাত্ত নিয়ে বিস্তারিত আলোচনা করেন সহকারী ভূমি কর্মকর্তা নাদির হোসেন শামীম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, জেলা জেপির সভাপতি নেতা আব্দুল হালিমসহ ভূমি অফিসের ষ্টাফবৃন্দ,উপজেলা বিভিন্ন ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ ।