মেহেরপুরে পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন কোর্স ও সাপ্তাহিক মাষ্টার প্যারেড অনুষ্ঠিত



আমিরুল ইসলাম অল্ডাম ঃ  মেহেরপুরে পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন কোর্স ও সাপ্তাহিক  মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা পুলিশ কর্তৃক আয়োজিত রবিবার সকালে মেহেরপুর পুলিশ লাইন্স ড্রিল সেডে  দক্ষতা উন্নয়ন কোর্সের ১১ তম ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি সাপ্তাহিক মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। 

                  

 মেহেরপুর পুলিশের অভিভাবক পুলিশ সুপর মো. রাফিউল আলম পিপিএম সেবা ’র সভাপতিত্বে অনুষ্টিত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার  (ক্রাইম এন্ড অপস্) মো. আহসান খান,  ও অতিরিক্ত পুলিশ (সার্কেল) আজমল হোসেন মহোদয়ের উপসিস্থিতিতে অনুষ্ঠিত হয়। অত্র জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সেও অংশগ্রহণে অনুষ্ঠিত মাষ্টার প্যারেডে পুলিশ সুপার রাফিউল আলম পিপিএম সেবা মহোদয় পুলিশের অভিবাদন গ্রহন  প্যারেড পরিদর্শূন ও অফিসারদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। 

Post a Comment

Previous Post Next Post