মেহেরপুরে ৪ টি ককটেল সহ বিএনপির ২ কর্মী আটক

 মেহেরপুরে ৪ টি ককটেল সহ বিএনপির ২ কর্মী আটক 

মেহেরপুর  জেলা প্রতিনিধি ঃ  মেহেরপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তারেক হোসেন ও নাহিদ মাহমুদ সানি নামে ২ জন বিএনপি কর্মীকে আটক করেছে ।   জিজ্ঞাসাবাদে তাদের নিকট থেকে ৪ টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে মেহেরপুর শহওে শেখ পাড়া ও বেড়পাড়া থেকে ২ জনকে আটক করা হয়।  আটক তারেক হোসেন শেখপাড়ার  মোতালেব হোসেনের ছেলে এবং নাহিদ মাহমুদ সানি বড় বাজার এলাকার সাইদ মাহবুদুজ্জামানের ছেলে।  


 মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্ব পুলিশের একটিদল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। ওসি সাইফুল ইসলাম জানান, নাশকতার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। আটকের পর জিজ্ঞাসাবাদের পর তাদের কথামত ৪ টি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 



আমিরুল ইসলাম অল্ডাম


Post a Comment

Previous Post Next Post