মেহেরপুরে ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত
আমিরুল ইসলাম অল্ডাম ঃ মেহেরপুরে চাল ডাল তেল গ্যাস বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও আওয়ামীলীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে জেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালন করেছে।
শনিবার সকাল ১১ টার সময় জেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপির কার্যালয়ের প্রাঙ্গনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুন্ডু।
পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বোসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড, মারুফ আহমেদ বিজন, সাধারন সম্প্াদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক মাষ্টার, সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবলু,। অবস্থান কর্মসূচিতে মেহেরপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।