ঝালকাঠিতে
যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
ঝালকাঠি সংবাদদাতা
ঝালকাঠির নলছিটিতে তরিকুল ইসলাম সুমন (৪২) নামে এক যুবলীগ
কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ এপ্রিল) রাত ১০টার
দিকে শহরের হাইস্কুল রোডে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম সুমন শীতলপাড়া এলাকার মৃত
আমজেদ হোসেনের ছেলে। তিনি যুবলীগের রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত। প্রত্যক্ষদর্শীরা
জানান, নিহত সুমন ঘটনাস্থলের পাশে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে ছিলেন। এসময় কয়েকজন
লোক ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে শুরু করে। সুৃমন দৌঁড়ে একটি তেলের দোকানে
আশ্রয় নেন। সেখানে বসে তাকে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে
উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে।
Tags:
হত্যা