যশোরের আইডিয়া সমাজকল্যাণ সংস্থা। ২৯০ টাকা কেজি গরুর মাংস

 


যশোরের আইডিয়া সমাজকল্যাণ সংস্থা।  ২৯০ টাকা কেজি গরুর মাংস

যশোর অফিস

২৯০ টাকা কেজি গরুর মাংস, ৮০ টাকা কেজি পোলাও চাল, ১২০ টাকা লিটার সয়াবিন তেল, ৪৫ টাকায় চিনি! আর এই পণ্য কিনলে উপহার মিলছে সেমাই, কিশমিশ, বাদাম, গুঁড়াদুধ, মাংসের মসলা! এমনই বাজার খুলেছিল যশোরের আইডিয়া সমাজকল্যাণ সংস্থা। ‘মধ্যবিত্তের ঈদবাজার’ নাম দিয়ে এভাবেই মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তের পাশে দাঁড়িয়েছে আইডিয়া সমাজ কল্যাণ সংস্থা। এখানে বাজারের মোট ১ হাজার ২৭০ টাকার পণ্য এক জন ক্রেতা কিনেছেন মাত্র ৫৩৫ টাকায়। রমজানের এক মাস সফলভাবে ‘লস প্রজেক্ট’ শেষ করার পর ঈদের আনন্দ ছড়িয়ে দিতে স্থাপন করা হয় এ ঈদবাজার। মঙ্গলবার যশোর শহরের খড়কি এলাকায় আইডিয়া সমাজ কল্যাণ সংস্থা চত্বরে বসেছিল ব্যতিক্রমী এই ‘মধ্যবিত্তের ঈদবাজার’। রমজানে অর্ধেকেরও কম মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা পরিবারগুলোসহ মোট ৫৫৭টি পরিবার এই ঈদেরবাজার করেছে।

Post a Comment

Previous Post Next Post