ঈশ্বরদীতে
সর্বোচ্চ গরম
ঈশ্বরদী সংবাদদাতা: পাবনার ঈশ্বরদীতে ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) এ তাপমাত্রা রেকর্ড করেছে আবহওয়া অফিস। ঈশ্বরদী আবহাওয়া অফিসের
পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন এ তথ্য নিশ্চিত করেন। ঈশ্বরদী আবহাওয়া অফিস জানায়, ঈশ্বরদীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র
তাপদহ। গত কয়েকদিন ধরেই বইছে তীব্র তাপপ্রবাহ। দিনে প্রখর রোদ ও গরমের তীব্রতা। আগুনের
মতো হালক বাতাসে ছড়িয়ে পড়ার কারণে রাস্তাঘাট-হাটবাজার এমনকি ঈদ বাজারেও লোক সমাগম কম।ঈশ্বরদী আবহাওয়া
অফিসের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, ঈশ্বরদীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩
ডিগ্রি রেকর্ড হয়েছে।
টানা
তাপপ্রবাহে রাজশাহী ও ঈশ্বরদী অঞ্চলের জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অফিস-আদালত বা
ব্যবসা প্রতিষ্ঠান কোথাও স্বস্তি মিলছে না। বিশেষ করে পথে-ঘাটে কাজ করা শ্রমজীবী
মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন। রুটি-রুজির তাগিদে আগুনমুখো আবহাওয়া
উপেক্ষা করেই তাদেরকে হাড় ভাঙা পরিশ্রম করে যেতে হচ্ছে। মানুষের পাশাপাশি
পশু-পাখিরাও নিদারুণ কষ্টে একেকটি উত্তপ্ত দিন পার করছে।