কুষ্টিয়ায় চালু হলো ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র

 


কুষ্টিয়ায় চালু হলো ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র  

KBDNEWS ডেস্ক

কুষ্টিয়ায় চালু হলো ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি)। রোববার (১৬ এপ্রিল) বিকেলে শহরের নবাব সিরাজউদ্দৌলা সড়কে জেলা পরিষদ ভবনে আনুষ্ঠানিকভাবে ভারতীয় ভিসা আবেদন সেন্টারের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। উদ্বোধন হওয়া এই ভিসা কেন্দ্রে সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে ভিসার আবেদন জমা দেওয়া ও পাসপোর্ট বিতরণ কার্যক্রম। দেশের বিভাগীয় শহরে থাকা ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে ভিসা প্রত্যাশীদের চাপ বাড়তে থাকায় বিভিন্ন জেলায় নতুন করে ভিসা আবেদন কেন্দ্র খুলছে ভারতীয় হাইকমিশন। এরই অংশ হিসেবে কুষ্টিয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র খোলা হয়েছে। ফলে ভারতে ভ্রমণ ও চিকিৎসার জন্য গমনেচ্ছুকদের জন্য নতুন দ্বার উন্মোচন হলো। এ সময় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের জনগণের জন্য ভিসা সুবিধাসমূহ ক্রমাগত উন্নত করার প্রচেষ্টার ওপর জোর দেন এবং বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা পরিষেবাসমূহ সহজতর করার জন্য হাই কমিশনের সাম্প্রতিক পদক্ষেপগুলো তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন যে, নতুন কেন্দ্রটি মানুষে-মানুষে যোগাযোগকে আরও শক্তিশালী করবে যা আমাদের দুই দেশকে আবদ্ধ করে এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যৌথ আত্মত্যাগের মাঝে নিহিত ভারত-বাংলাদেশ সম্পর্কের মূলে অবস্থান করে।

 


ভিসা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ।

Post a Comment

Previous Post Next Post