ছবি :রাজিং বিডি থেকে নেওয়া
টাঙ্গাইলের কালিহাতী ট্রেনে কাটা পড়ে
মা-মেয়েসহ ৪ জনের মৃত্যু
টাঙ্গাইল
প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীর কামাঙ্খামোড়
এলাকায় ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ চার জন মারা গেছেন।
বুধবার
(১৯ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের পাশেই উপজেলার
সল্লা ইউনিয়নের কামাঙ্খামোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভূঞাপুর
উপজেলার নিকরাইল দাস পাড়া এলাকার বাসন্তী, আরতী রানী দাস, শান্তি রানী ও তার মেয়ে
শিল্পী রানী।
বঙ্গবন্ধু
সেতুপূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি
আরও বলেন, ভোরে ওই চার নারী রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ
সময় একতা একপ্রেস ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধারে
পুলিশ কাজ করছে।
Tags:
বাংলাদেশ