গাংনীতে সরকারী কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি রাজনীতিবিদ সাংবাদিক ও সুধীজনদের সাথে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের মতবিনিময় সভা
আমিরুল ইসলাম অল্ডাম : মেহেরপুরের গাংনীতে সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সূধীজনদের সাথে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলায় আগমন উপলক্ষে সরকারী কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার সকাল সাড়ে ১১ টার সময় গাংনী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সরকারী কর্মকর্তা,বীরমুক্তিযোদ্ধা ,জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে মত বিনিময় সভার আয়োজন করেন গাংনী উপজেলা প্রশাসনের নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। শুরুতেই জেলা প্রশাসক মহোদয় তাঁর পরিচয় তুলে ধওে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
গাংনীর নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম।
মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর -২ গাংনী আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী পৌর সভার মেয়র আহম্মেদ আলী, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসার নাদির হোসেন শামীম,গাংনী মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুন্তাজ আলী, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক , উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদুল হক জুয়েল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জাতীয় পার্টি জেপির জেলা সভাপতি আব্দুল হালিম, এমপি মহোদয়ের বিশেষ প্রতিনিধি মনিরুজ্জামান আতু,তেঁতুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস,মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ,বীরমুক্তিযোদ্ধা হিসাবউদ্দীন,গাংনী মহিলা কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল হক মাষ্টার, শিক্ষক রকিবুল ইসলাম, খোরশেদ আলম, পারভেজ সাজ্জাদ রাজা,উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ।
মতবিনিময় শেষে জেলা প্রশাসক মহোদয়কে গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে সকল শ্রেনি পেশার মানুষ নবাগত জেলা প্রশাসক মহোদয়ের সাথে কুশল বিনিময় করেন এবং গাংনী উপজেলা কে উন্নত ও সমৃদ্ধ করে গড়ে তুলতে জেলা প্রশাসকের সার্বিক সদিচ্ছা কামনা করেন। বিশেষ করে কৃষি সমৃদ্ধ জেলাকে এগিয়ে নিতে এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে অনেকেই ব্ক্তব্য রাখেন। এসব বাস্তবায়নে ডিসি মহোদয় সকলের সহযোগিতা চান।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মহোদয় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন এবং উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।