মেহেরপুরে র‌্যাবের অভিযানে হেরোইনসহ আটক ২



                                         মেহেরপুরে র‌্যাবের অভিযানে হেরোইনসহ আটক ২ 

আমিরুল ইসলাম অল্ডাম   : মেহেরপুরের  গাংনীস্থ র‌্যাব-১২ জোয়ানদের মাদক বিরোধী অভিযানে ১১ গ্রাম হেরোইনসহ ২ যুবককে আটক  করা হয়েছে। আটককৃতরা হলো, মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের ঘোষপাড়ার আব্দুস সাত্তারের ছেলে শাহীন হোসেন (১৯) ও একই গ্রামের পশ্চিমপাড়ার ইসরাফীল আলীর ছেলে রফিকুল ইসলাম (৩২)। এ সময় তাদের নিকট থেকে  মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন, ১ হাজার ১ শ’ টাকা জব্দ করা হয়। 

রবিবার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা -দক্ষিণ যাদবপুর গ্রামস্থ ঈদগাহ মাঠ  সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে হেরোইন,মোবাইন ফোন ও নগদ টাকা সহ আটক করা হয়। র‌্যাব-১২ সূত্র জানায়, আইন প্রয়োগকারী সংস্থার  চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য  বিভিন্ন ম্াদক সেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল রফিকুল ও শাহীন। 

 গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ যাদবপুরঈদগাহ মাঠ সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মেহেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদক আইনে তাদেও বিরুদ্ধে মামলা করা হয়েছে। 





Post a Comment

Previous Post Next Post