ভারতীয়
নাগরিক আটক
কক্সবাজার প্রতিনিধি, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ‘সন্দেহজনক ঘুরাঘুরির’ সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত এলাকা থেকে ভারতীয় এ নাগরিককে আটক করা হয়। শুক্রবার (৩১ মার্চ) রাতে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে মঙ্গলবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তের চাকঢালা এলাকার আমতলী মাঠ থেকে অম্বর থাপা বুরা (২৪) নামের এক নেপালি নাগরিককে আটক করেছিল বিজিবি। আটক সুধীর (৪০) ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা বিমলের ছেলে।
বিজিবির এ কর্মকর্তা আরও বলেন, আটকের পর
ভারতীয় ওই নাগরিককে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশের
দায়ে তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
Tags:
সীমান্ত