খুলনায় মাইনুল (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা

 


খুলনা বুরো :খুলনায় মাইনুল (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার (৬ মার্চ) দুপুরে দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 নিহত মাইনুল দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের রেজার মোড়ের মিজানুর রহমানের ছেলে। দিঘলিয়া থানার ওসি রিপন কুমার সরকার জানান, সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে ৪-৫ জন সন্ত্রাসী প্রকাশ্য দিবালোকে মাইনুলকে কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  ওসি জানান, মাইনুলের পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে। তবে এ ঘটনায় সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও ওসি জানান।

Post a Comment

Previous Post Next Post