মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আনছার
সদস্য
সহ
কলেজ
ছাত্র
নিহত
হয়েছে। গত
কাল
মঙ্গলবার ভোর
বেলায়
মুজিব
নগর
- মেহেরপুর মুজিবনগর সড়কের
চকশ্যামনগর গ্রামের মাঠে
এই
মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ
সূত্রে
জানা
যায়
দারিয়াপুর গ্ৰামের আজমত
আলীর
ছেলে
বিজন
(২২)
তার
বন্ধুকে চুয়াডাঙ্গায় রেল
স্টেশনে পৌছে
দেওয়ার
উদ্দেশ্যে নিয়ে
যাচ্ছিলেন। আরেক
জন
হলো
একই
গ্ৰামের কুদ্দুস মিয়ার
ছেলে
আনছার
সদস্য
রহিদুল
(৩০)
নিহত
বিজন
মুজিবনগর সরকারি
ডিগ্রী
কলেজ
ছাত্র
ও রহিদুল যশোর আনসার
ব্যাটালিয়ন সদস্য।
ঘটনাস্থল পরিদর্শন করে
সাধারণ
মানুষের সাথে
কথা
বললে
জানা
যায়
কয়েক
জন
ফজরের
নামাজ
শেষ
করে
রাস্তায় হেটে
যাচ্ছিলেন এ অবস্থায় তারা বাঁশ ঝাড়ে
একটি
তাকালে
লক্ষ্য
করে
বেহাল
দশায়
একটি
মোটরসাইকেল। তার কিছু
দূরে
দুই
যুবকের
মৃত্যু
লাশ
দেখতে
পেয়ে
গ্রাম
হইচই
পড়ে
যাই
। এ সময়
৯৯৯
নে
ফোন
করলে
মেহেরপুর ফায়ার
সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি
টিম
সেখানে
এসে
লাশ
উদ্ধার
করে
এবং
কিছুক্ষনের মধ্যে
মেহেরপুর সদর
থানার পুলিশ সহ
সার্কেল এস.পি আজমদ হোসেন
সেখানে
উপস্থিত হয়।
এবং
সরো
জমিনে
ঘটনাস্থল পরিদর্শন করেন।
এবং
সাংবাদিকদের জানান
প্রাথমিক ভাবে
আমরা
ধারণা
করছি
অভার
স্পিডে
গাড়ি
চালানোর কারণে
এই
দুর্ঘটনা ঘটেছে।
ময়না
তদন্তের জন্যে
লাশ
দুটি
মর্গে
পাঠানো
হয়।