চট্টগ্রাম বুরো ঃচট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) ডায়ালাইসিস ফি বাড়ানোর প্রতিবাদে আন্দোলন করায় গ্রেপ্তার হওয়া সৈয়দ মো. মোস্তাকিমকে পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগ । এ ঘটনায় পাঁচলাইশ থানার ওসি ও এসআইয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগ ।
আজ সোমবার (২০
ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছার আদালতে মো.
মোস্তাকিম এ অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন, পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ নাজিম
উদ্দিন (৪২) এবং উপপরিদর্শক আবদুল আজিজ (৩৮)।অভিযোগে বলা হয়, সৈয়দ
মোস্তাকিম তার মাকে গত ৭ বছর ধরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কিডনি
ডায়ালাইসিস করান। সম্প্রতি ডায়ালাইসিসের মূল্য বেড়ে যাওয়ায় তিনিসহ রোগীর স্বজনরা
মিলে আন্দোলন করেন। গত ১০ জানুয়ারি তারা চমেক হাসপাতালের প্রধান গেইটে মানববন্ধন
করেন। সে সময় পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ এসে
আন্দোলনকারীদের ওপর চড়াও হন। একপর্যায়ে ওসি নাজিম মোস্তাকিমকে আটক করে প্রথমে একটি
বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের নিচে মারধর করেন। পরে থানায় নিয়ে তাকে মারধর ও
নির্যাতন করা হয়। মারধরের সময় এসআই আবদুল আজিজ মোস্তাকিমকে লক্ষ্য করে নানা ধরনের
গালিগালাজ করেন। ভুক্তভোগীর আইনজীবী অ্যাডভোকেট এ এম জিয়া
হাবীব আহ্সান জানান, পাঁচলাইশ থানায় পুলিশি হেফাজতে সৈয়দ মো. মোস্তাকিমকে
নির্যাতনের অভিযোগে ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন এবং এসআই আবদুল আজিজেকে আসামি করে
হেফাজত নিবারণ আইনে মামলার আবেদন করা হয়েছে। ভুক্তভোগী সৈয়দ মো. মোস্তাকিমের
জবানবন্দি গ্রহণ করেছেন আদালত। অভিযোগ মামলা হিসাবে গ্রহণ করা হবে কি না, আদালত সে
বিষয়ে সিদ্ধান্ত দেবেন।