যশোর মেডিক্যাল কলেজ
যশোর প্রতিনিধি :চিকিৎসককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে অপর ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে। গত মঙ্গলবার রাতে ছাত্রাবাসের ১০৪ নম্বর কক্ষে ঘটনাটি ঘটেছে। আহত ইন্টার্ন চিকিৎসক জাকির হোসেন গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এই ঘটনায় বৃহস্পতিবার বিকালে আহতের বড় ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে মামলা হিসেবে পরবর্তী সময়ে গ্রহণ করবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে এ ঘটনায় যশোর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আহত জাকির হোসেন রংপুরের কাউনিয়া উপজেলার হরিশ্বর গ্রামের মৃত সুরুজ জামানের ছেলে।হাসপাতালে চিকিৎসাধীন জাকির হোসেন অভিযোগ করে জানান, ইন্টার্ন চিকিৎসক মেহেদী হাসান লিয়ন, শামীম হাসান, আব্দুর রহমান আকাশ, সাকিব আহমেদ তানিমসহ আরও তিন-চার জন ছাত্রাবাসের ১০৪ নম্বর কক্ষে প্রতিনিয়ত মাদকের আড্ডা বসান। রাতভর চিৎকার চেঁচামেচি করেন। ঐ রুমের পাশেই তার রুম। এ কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটে। ফলে, তিনি বিভিন্ন সময়ে প্রতিবাদ করেন। এর জের ধরে গত মঙ্গলবার রাত পৌনে ৯টায় তারা তার রুমে প্রবেশ করে হকিস্টিক ও জিআই পাইপ দিয়ে তাকে বেধড়ক মারপিট করে। রাত ১১টা পর্যন্ত মারতে থাকে তাকে। একপর্যায়ে তার ঘর থেকে নগদ টাকা, মানিব্যাগ ও মোটরসাইকেল নিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। অপর একটি সূত্র জানায়, হামলাকারীদের অধিকাংশই ইন্টার্ন। তাদের লেখাপড়া শেষ হয়েছে দুই বছর আগে। তারপরও ছাত্রলীগের রাজনীতির ছত্রছায়ায় তারা ছাত্রাবাসে সিট নিয়ে থাকছেন। বিষয়টি স্বীকারও করেছে কলেজ প্রশাসন।