Kbdnews ডেস্ক
ইরানের পবিত্র নগরী কোমে শত শত স্কুল ছাত্রীকে বিষ প্রয়োগ করা
হয়েছে। কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে মেয়েদের শিক্ষা বন্ধ করার জন্য এটি করেছে।
দেশটির একজন উপমন্ত্রী এই তথ্য জানান। খবর এএফপির। প্রতিবেদনে বলা হয়, কোম শহরটি ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে
অবস্থিত। গত বছরের নভেম্বরের শেষ থেকে এ শহরে স্কুল পড়ুয়া ছাত্রীদের বিষক্রিয়ার
তথ্য সামনে আসতে শুরু করে। আক্রান্ত কয়েকজন স্কুলছাত্রীকে হাসপাতালে চিকিৎসা নিতে
হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইউনেস পানাহি
নিশ্চিত করেছেন, বিষক্রিয়াটি ইচ্ছাকৃত ছিল। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা
আইআরএনএ পানাহিকে উদ্ধৃত করে জানিয়েছে, কোমের স্কুলের বেশ কয়েকজন ছাত্রীকে বিষ
প্রয়োগ করার পর, কিছু লোক সমস্ত স্কুল বিশেষ করে মেয়েদের স্কুল বন্ধ করার আহ্বান
জানায়।তবে ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি পানাহি। বিষপানের ঘটনায়
এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে স্বস্তির খবর, যে রাসায়নিক ব্যবহার
করা হয়েছিল, তা ভয়াবহ নয়। যে মেয়েদের দেহে ওই রাসায়নিক মিলেছে, তাদের চিকিৎসা শুরু
হয়েছে। তাদের সকলের অবস্থাই এখন স্থিতিশীল। প্রতিবেদনে বলা হয়েছে,
অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবকরা ১৪ ফেব্রুয়ারি শহরের গভর্নরেটের বাইরে জড়ো
হয়েছিল। তারা এ ঘটনায় কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা দাবি করেছেন। পরের দিন ১৫
ফেব্রুয়ারি সরকারের মুখপাত্র আলী বাহাদোরি জাহরোমি জানান, দেশটির গোয়েন্দা
সংস্থা ও শিক্ষা মন্ত্রণালয় বিষক্রিয়ার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে।