খুলনা বুরো: খুলনার চাঞ্চল্যকর মিলন ফকির হত্যা মামলার পলাতক আসামি মো. হাবিব মোল্লাকে (৪৮) গ্রেফতার করেছে র্যাব সদস্যরা।
গত বুধবার গভীর রাতে ডুমুরিয়া উপজেলার শাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার
করা হয়। গ্রেফতার হাবিব মোল্লা ফুলতলা উপজেলার তাজপুর গ্রামের মৃত আহমদ আলী মোল্লার
ছেলে।র্যাব-৬-এর স্পেশাল কোম্পানির
কমান্ডার লে. কমান্ডার এম সারোয়ার হুসাইন জানান, মিলন ফকিরকে হত্যার পর থেকেই
র্যাব-৬-এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল উক্ত লোমহর্ষক হত্যাকাণ্ডের
মূল রহস্য উদঘাটনের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এছাড়া আসামিদের গ্রেফতারের লক্ষ্যে
অভিযান অব্যাহত রাখে। এর ধারাবাহিকতায় র্যাব-৬-এর আভিযানিক দলটি গোপন সূত্রে জানতে
পারে, ফুলতলা উপজেলা সদরের চাঞ্চল্যকর মিলন ফকির হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন আসামি
মো. হাবিব মোল্লা ডুমুরিয়া উপজেলায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত বুধবার দিবাগত
রাত সাড়ে ১২টার দিকে ডুমুরিয়া উপজেলার শাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে ফুলতলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান লে. কমান্ডার
এম সারোয়ার হুসাইন।উল্লেখ্য, গত সোমবার সকাল ৮টার দিকে ফুলতলা উপজেলা সদরের
জামিরা রোডের আইডিয়াল স্কুল মোড়ের একটি চায়ের দোকানে মিলন ফকির ও স্কুল শিক্ষক শীতল
বিশ্বাস চা পান করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে দুই-তিন জন দুর্বৃত্ত এসে মিলন ফকিরকে
লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি মিলনের হাতে ও শিক্ষক শীতলের পায়ে লাগে। মিলন দ্রুত দৌড়ে
পার্শ্ববর্তী একটি দোকানের মধ্যে ঢুকে পড়ে। এ সময় একজন দুর্বৃত্ত তার পেছন পেছন দোকানের
মধ্যে ঢুকে মিলনের মাথায় ও পিঠে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই
তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত মিলনের স্ত্রী রাশিদা বেগম বাদি হয়ে ফুলতলা থানায় অজ্ঞাতনামা
ব্যক্তিদের নামে হত্যা মামলা দায়ের করেন।