গাংনী উপজেলা আনসার ভিডিপি’র মাসিক সমন্বয় সভা শেষে কম্বল বিতরণ
আমিরুল ইসলাম অল্ডাম ঃ মেহেরপুরের গাংনী উপজেলা আনসার ভিডিপি’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে । প্রতি মাসের ৫ তারিখে উপজেলা , ইউনিয়ন ও ওয়ার্ড দলপতিদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা কমান্ড্যান্ট এর আয়োজনে গাংনী উপজেলা আনসার ভিডিপি কার্যালয় প্রাঙ্গনে গ্রাম প্রতিরক্ষা দলের দলপতিদের নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত বাংলাদেশ বিনির্মাণে, শান্তি, শৃঙ্খলা ,উন্নয়ন, নিরাপত্তা, সর্বত্র আমরা শ্লোগানে করণীয় শীর্ষক মাসিক সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপÍ) উর্মিলা বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনসার ভিডিপি’র মেহেরপুর জেলা কমান্ড্যান্ট মোঃ শাহাদাত হোসেন। এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর সার্কেল এ্যাডজুট্যান্ট আল মামুন, গাংনী উপজেলা আনসার ভিডিপি অফিসের প্রশিক্ষক (টিআই) মুস্তাফিজুর রহমানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলপতিবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে জেলা প্রশাসনের সহযোগিতায় সকলকে ১ টি করে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
আমিরুল ইসলাম অল্ডাম