বিএম রাকিব হাসান খুলনা ব্যুরো : খুলনাঞ্চল চিংড়ির জন্য খুবই বিখ্যাত। জিআই পণ্য চিংড়ি বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসেবে বিশ্বে পরিচিত। খুলনা হতে চিংড়ি দেশের নানা প্রান্তে সরবরাহ করা হয় এবং বিদেশেও রপ্তানি করা হয়। কিছু অসাধু ব্যবসায়ীরা অতিশয় মুনাফার লোভে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অপদ্রব্য পুশ করে চিংড়ির ওজন বৃদ্ধি করে আসছে ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে চিংড়ির রং আকর্ষনীয় করছে।
এরই ধারাবহিকতায় গত ০১ জানুয়ারি রবিবার দুপুর ১:৩০ ঘটিকার সময় র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলা মৎস্য অফিসার আশাশুনি সাতক্ষীরার সমন্বয়ে সাতক্ষীরা জেলার আশাশুনি থানাধীন মহিষকুড় বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে অবৈধভাবে চিংড়িতে অপদ্রব্য জেলি পুশ করায় মৎস্য পণ্য বিধিমালা ১৯৯৭ এর বিধি ৪(৪) ধারায় ব্যবসায়ী আল-মামুন, মোঃ শাহজাহান, রাকেশ মন্ডল, সর্ব থানা- আশাশুনি, জেলা-সাতক্ষীরা নামের ৩জনকে ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করে এবং ২০০ কেজি চিংড়ি মাছ, অপদ্রব্য জেলি ৮০ কেজি ও জেলি পুশ করার সরঞ্জমাদি উদ্ধার পূর্বক জব্দ করে।
অর্থদন্ড প্রাপ্ত ব্যক্তিরা ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানাকৃত অর্থ তাৎক্ষনিক সেচ্ছায় পরিশোধ করায় বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা প্রদান করা হয় এবং জব্দকৃত চিংড়ি ও সরঞ্জমাদি ধ্বংস করা হয়।
--