স্টাফরিপোটার ঃ মেহেরপুরের বুড়িপোতা সীমান্তের নবীননগর গ্রামের খালপাড়া থেকে ৩৮ হাজার ইউএস ডলার ও ১৭ লক্ষ বাংলাদেশী নগদ টাকা এবং ১টি মোটরসাইকেলসহ রুবেল হোসেন (৩৭) নামের এক পাঁচারকারীকে আটক করেছে বিজিবির সদস্যরা। আটককৃত রুবেল মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের খালপাড়ার চাঁদ আলীর ছেলে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা বিজিবি-(৬) এর অভিযানে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার চোরাকারবারী কর্তৃক মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত এলাকা দিয়ে বিশেষ ইউএস ডলার পাঁচার করা হবে এমন সংবাদের ভিত্তিতে ওই সীমান্তে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক মোটরসাইকেলসহ একজন ব্যাগ বহনকারীকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ব্যাগের মধ্যে থেকে ৩৮ হাজার ইউএস ডলার ও ১৭ লক্ষ বাংলাদেশী নগদ টাকা এবং ১টি মোটরসাইকেলসহ রুবেল নামের একজনকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) পরিচালক অধিনায়ক শাহ মো ঃ ইশতিয়াক পিএসসি জানান, আটককৃত আসামীকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়ছে। তার নামে থানায় মামলা হয়েছে।
এবং উদ্ধারকৃত টাকা মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।