মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় আহত ২জন



 জাহিদ হাসান :

 মুজিবনগরের মঙ্গলবার সকাল ১০টার সময় কেদারগঞ্জ বাজার থেকে দর্শনা রোডে বাগোয়ান পুরাতন ইট ভাটার পাশে সড়ক দুর্ঘটনায় দুই ভাই বোন আহত হন। 

 

আহতরা হলেন মেহেরপুর সদর উপজেলার বাড়িবাঁকা গ্রামের আয়নাল হকের ছেলে নাফিজ ইকবাল (১৮) এবং তারি বড় মেয়ে শাহানাজ (৩৫)প্রচন্ড আঘাত পাওয়ায় তার মাথা পা এবং শরীরের অন্যান্য স্থান মারাত্মকভাবে জখম হয়। মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর সদর হাসপাতালে রেফার্ড করেন এই ঘটনার প্রেক্ষিতে

 

এই ঘটনার প্রেক্ষিতে বাগোয়ান পুরনো ইট ভাটার পাশে ঘটনাস্থলে স্থানীয় সূত্রে জানা যায় মুজিবনগর টু দর্শনা রোডে বাগোয়ান পুরাতন ইট ভাটার পাশে নজরুল ইসলাম মাষ্টারের  পুকুরের মাটি নেওয়ার জন্য ট্যাক্টর ট্রলি সিগনাল না দিয়ে ঢুকলে দর্শনা থেকে বাড়ির উদ্দ্যেশে আসা দুই ভাই বোন মোটরসাইকেল নিয়ে ট্রলিটির সাথে সজোরে সংঘর্ষ হয় 

 


Post a Comment

Previous Post Next Post