গাংনীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আমিরুল ইসলাম অল্ডাম ঃ মেহেরপুরের গাংনীতে গেীরবে -ঐতিহ্যে-সংগ্রামে-সাফল্যে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আায়োজনে পালন করা হয়। বাংলা ও বাঙ্গালীর স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়।
আজ বুধবার সকালে বাংলাদেশ ছাত্রলীগ, গাংনী উপজেলা শাখার একাংশের উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টুর নেতৃত্বে বিশাল বিজয় র্যালি শহর প্রদক্ষিণ শেষে গাংনী ঐতিহ্যবাহী ফুটবল মাঠে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, গাংনী উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী মোখলেছুর রহমান মুকুল, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান,বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল বাসার, পৌর যুবলীগের সেক্রেটারী রাহিবুল ইসলাম,জেলা ছাত্রলীগের সভাপতি মুনতাসির জামান মৃদুল, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। পরে উৎসবমূখর পরিবেশে মনোজ্ঞ সাংসাস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পী সালমা (ক্লোজ আপ চ্যাম্পিয়ন) এবং গোলাম মোস্তফা ছাড়াও স্থানীয় শিল্পীরা গান গেয়ে দর্শক মাতিয়ে তোলেন।
অন্যদিকে বাংলাদেশ ছাত্রলীগ গাংনী উপজেলা শাখার সেক্রেটারী আসিফ ইকবাল অনিকের নেতৃত্বে পৃথক শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাংনী বাসষ্ট্যান্ড শহীদ রেজাউল চত¦রে এসে শেষ হয়। পরে প্রতিষ্ঠাার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সেক্রেটারী এম এ খালেক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাবেক সেক্রেটারী গোলাম মোস্তফা, জেলা কৃষকলীগের সেক্রেটারী ওয়াসিম সাজ্জাদ লিখন জেলা ছাত্রলীগের সেক্রেটারী বাঁধন, উপজেলা কৃষকলীগের সভাপতি আতিয়ার রহমানসহ আওয়ামীলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এর আগে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়্রাও অন্য একটি ছাত্রছীগ সংগঠন গাংনী সরকারী ডিগ্রী কলেজ ক্যাম্পাসে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।
আলোচনা শেষে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।