মেহেরপুরে ১ম বিভাগ ভলিবল, হ্যান্ডবল ও কাবাডি লীগের শুভ উদ্বোধন
আমিরুল ইসলাম অল্ডাম : বছরের শেষ দিনে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ১ম বিভাগ ভলিবল, হ্যান্ডবল ও কাবাডি লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ১ম বিভাগ ভলিবল, হ্যান্ডবল ও কাবাডি লীগে রেকর্ড সংখ্যক ১৬ টি ভলিবল ক্লাব অংশগ্রহন করেছে। রবিবার বিকালের দিকে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্ত্য রাখেন, মেহেরপুর জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস।
পরে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ উদ্বোধনী ভলিবল অংশগ্রহনকারী খেলোয়াড়দের সাথে পরিচিত হন। এ সময় জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ , সহকারী কমিশনার সাজিদুল ইসলাম, মেহেরপুর জেলা আওয়াশীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক, মেহেরপুর জেলা শিল্পকলা এক্াডেমির সাধারন সম্পাদক অধ্যাপক সাইদুর রহমান, ভলিবল উপ কমিটির আজবায়ক সহ উপস্থিত ছিলেন।