শেখ হাসিনার পতন ঘটিয়ে বিএনপি নির্বাচনে যাবে। এ্যাড. নিতাই রায় চৌধুরী
মেহেরপুর জেলা প্রতিনিধি শেখ হাসিনার পতন ঘটিয়ে বিএনপি নির্বাচনে যাবে। কর্তৃত্ববাদী এই সরকারের প্রতি মানুষ ইতোমধ্যে ঘৃণা প্রকাশ শুরু করেছে। পৃথিবীর কোন দেশে ক্ষমতায় থেকে ইলেকশন হয় না। আগে পার্লাামেন্ট ভেঙ্গে দিতে হবে। নিরপেক্ষ জাতীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে।
বিএনপির কেন্দ্র কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাড. নিতাই রায় চৌধুরী বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর শহরের জুয়েল অডিটোরিয়ামে বিএনপির এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি নির্বাচন মুখী দল। তবে এই সরকারের নির্বাচন কমিশনের অধীনে বিএনপি কোন নির্বাচনে অংশ নেবে না। এদেশে কোন নির্বাচন বিএনপি হতে দেবে না।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন এর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারন সম্পাদক আমজাদ হোসেনের সঞ্চালনায় কর্মীসভায় অন্যদেও মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, আলমগীর খান ছাতু, ইলিয়াস হোসেন, আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ।
আমিরুল ইসলাম অল্ডাম