নিউ ইয়র্কে মেয়রের হুঁশিয়ারি

 

রয়টার্স 

যুক্তরাষ্ট্রের জনবহুল শহর নিউ ইয়র্কে নতুন করে আর কোনো অভিবাসীদের স্থান হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শহরের মেয়র এরিক এডামস। রবিবার মেক্সিকো সীমান্তবর্তী শহর এল পাসো পরিদর্শনে গিয়ে এই সতর্কবার্তা দেন মেয়র।মেয়র এরিক এডামস বলেন, কেন্দ্রীয় সরকারের আমেরিকার দক্ষিণ সীমান্তবর্তী শহরের অভিবাসী সংকট নিয়ে কাজ করার সময় এখন। এই সীমান্তে মেয়রের পরিদর্শনের ঘটনা এই প্রথম। এটা অপ্রত্যাশিতও বটে। রিপাবলিকান নিয়ন্ত্রিত রাজ্যগুলো থেকে বাসবোঝাই করে নিউ ইয়র্ক এবং অন্যান্য শহরে পাঠানো হচ্ছে। এর ফলে নিউ ইয়র্কে আবাসন সংকট দেখা দিয়েছে এবং আশ্রয়হীন মানুষের সংখ্যা বাড়ছে। এর আগে মেয়র এডামস বলেছিলেন, নিউ ইয়র্কে অভিবাসী বাড়ার কারণে শহরের ২০০ কোটি ডলারের প্রয়োজন হবে। এমনিতেই এখন শহরের বাজেট ঘাটতি রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে টেক্সাস এবং ফ্লোরিডার রিপাবলিকান গভর্নররা বাসবোঝাই করে হাজার হাজার অভিবাসী ডেমোক্র্যাট গভর্নর কর্তৃক পরিচালিত নিউ ইয়র্ক, শিকাগো এবং ওয়াশিংটন ডিসিতে পাঠিয়ে দিচ্ছেন।

 


Post a Comment

Previous Post Next Post