মেহেরপুরে সাব রেজিস্ট্রী অফিসের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত
মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার ইউ্সুফ আলীর দপ্তরে এখতিয়ার বহির্ভূত হস্তক্ষেপকারী ও বর্বরোচিত হামলাকারী সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মেহেরপুরের গাংনী উপজেলা সাব রেজিষ্টার মাহফুজ রানার নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচি পালন শেষে ঘটনার সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেয়া পর্যন্ত সাব রেজিষ্টার অফিসের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে এবং ানির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
আজ বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে গাংনী উপজেলা সাব রেজিষ্ট্রী অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সাব রেজিষ্ট্রী অফিসের কর্মকর্তা-কর্মচারী, কর্মরত দলিল লেখক-মহুরা, নকলনবীশবৃন্দরা মানববন্ধনে অংশগ্রহন করেন।
অনুরুপভাবে মেহেরপুরেও মানববন্ধন অনুষ্ঠিত হয়।