আমিরুল ইসলাম অল্ডাম ঃ মেহেরপুরের গাংনী উপজেলা সাব রেজিষ্টার মাহফুজ রানার ব্যতিক্রমী উদ্যোগে গড়ে উঠেছে মুজিব কুটির। যেখানে নিয়মিত জমি সংক্রান্ত সমস্যা নিরসনে গণশুনানী চালানো হচ্ছে। নাগরিক সেবা পেয়ে বেজায় খুশি জমি ক্রেতা বিক্রেতারা। উপজেলা সাব রেজিষ্টার গাংনীতে যোগদানের পর থেকেই দলিল লেখক, নকল নবিস মহুরাদের সাথে সুসম্পর্ক গড়ে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন।
মুজিব কুটির স্থাপন করার পর এখানে বয়োবৃদ্ধ লোকজন, শারীরিক ভাবে অসুস্থ এবং প্রতিবন্ধী লোকজন সময় কাটানোর জন্য মুজিব কুটিরে বসে বিশ্রাম নিতে পারে। মুজিব কুটিরে বসার জন্য চেয়ার বেঞ্চ ও টেবিলের ব্যবস্থা করা হয়েছে। এমনকি বসার জন্য সুন্দর পরিবেশ করে দেয়া হয়েছে। চারিপাশে লতা পাতা ঘেরা ফুল বাগান শোভা পাচ্ছে। এছাড়াও নিয়মিতভাবে সাব রেজিষ্টার জমি জমা সংক্রান্ত সমস্যা সমাধানে গণশুনানীর ব্যবস্থা করে থাকেন।
এব্যাপারে সাব রেজিষ্টার মাহফুজ রানা জানান, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এবং ক্ষুধা দারিদ্রমুক্ত আধুনিক বাংলাদেশ বিনির্মাণে, জনগণেরসেবক হিসেবে কাজ করতে চাই। জনগণের কষ্টের কথা ভেবে আমি ব্যক্তিগত উদ্যোগে মুজিব কুটির স্থাপন করেছি। বাংলাদেশে এমন সেবা কোথাও রয়েছে কিনা আমার জানা নেই। আমি বয়োবৃদ্ধ মানুষ, শারীরিক প্রতিবন্ধী,অসুস্থ মহিলা ও ছোট্ট শিশুদের নিয়ে আসা মায়েদের বসা ও বিশ্রামের জন্য আমি মুজিব কুটির স্থাপন করেছি। এছাড়াও আমি নিয়মিত গণশুনানী করে থাকি।