সহযোগীদের অর্থায়ন প্রতিশ্রুতি কমেছে

 

 অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন প্রকল্পে মাত্র ১৭৬ কোটি ডলারের অর্থায়ন প্রতিশ্রুতি পাওয়া গেছে। আগের অর্থবছরের একই সময়ে ৪৪০ কোটি ডলারের প্রতিশ্রুতি এসেছিল। এক বছরের ব্যবধানে নতুন প্রকল্পে অর্থায়ন প্রতিশ্রুতি কমেছে প্রায় ২৬৪ কোটি ডলার।ইআরডির কর্মকর্তারা বলছেন, প্রকল্প চূড়ান্ত না হওয়ায় নতুন করে অর্থায়ন চুক্তিও আগের চেয়ে কমেছে। তাছাড়া প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক কম হওয়ায় দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে। গত ছয় মাসে বিদেশি সহায়তার যে প্রতিশ্রুতি পাওয়া গেছে, তার মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পক্ষ থেকে এসেছে ৩৮ কোটি ডলারের প্রতিশ্রুতি দিয়ে। আর ৩০ কোটি ডলারের প্রতিশ্রুতি এসেছে বিশ্বব্যাংকের পক্ষ থেকে। অর্থাৎ নতুন করে এই অর্থায়ন চুক্তি হয়েছে। চলতি ২০২২-২৩ অর্থবছরে সবমিলে ৬০০ কোটি ডলারের বিদেশি সহায়তার প্রতিশ্রুতি পাওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে বাজেটে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বৈশ্বিক সংকটের কারণে কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে নতুন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে আগের চেয়ে বেশি যাচাই-বাছাই করা হচ্ছে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সাতটি একনেক সভায় মাত্র ৪৮টি প্রকল্প অনুমোদন হয়েছে। এর মধ্যে নতুন প্রকল্প ২৯টি। নতুন প্রকল্পের মধ্যে সাতটি বিদেশি সহায়তাপুষ্ট। নতুন প্রকল্প অনুমোদন না হলে বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতিও পিছিয়ে যায়।ইআরডি সূত্রে জানা গেছে, বর্তমানের প্রায় ৫ হাজার কোটি ডলারের প্রতিশ্রুতি পাইপলাইনে আছে। অর্থাৎ এই বিপুল পরিমাণ অর্থ উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশ দিতে রাজি হয়েছে। কিন্তু এই অর্থ ব্যবহার করতে ধীর গতি রয়েছে।

 

Post a Comment

Previous Post Next Post