খুলনায় র্যাবের অভিযানে ২৪ মন পুশচিংড়ি জব্দ
বি এম রাকিব হাসান, খুলনা
খুলনায় র্যাব ৬ এর অভিযানে ২৪ মন জেলি পুশকৃত চিংড়ি জব্দ করেছে র্যাব। এসময় তিন ব্যবসায়ীকে সর্বমোট ৮৪ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার ১৪ জানুয়ারি রাত ১১ টা ৩০ মিনিটে র্যাব ৬ এর স্পেশাল কোম্পানির গোয়েন্দা দলের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা হয়। রুপসার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার সমন্বয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করে মৎস্য ও মৎস্য পণ্য নিয়ন্ত্রণ (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিধিমালা ১৯৯৭ (সংশোধিত বিধিমালা-২০০৮) এর বিধি ৪(৪) লংঘন করায় মেসার্স রুপালী ফিস এর মালিক রাজুকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স অর্পণ বিশ্বাস এর মালিক ভজন বিশ্বাসকে ২৪শ হাজার, শ্যামল দাসকে ৩০ হাজার, সর্বমোট ৮৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় অপদ্রব্য (জেলী) পুশকৃত ২৪ মন চিংড়ি জব্দ করা হয়।
জব্দকরা অপদ্রব্য পুশকৃত চিংড়ি মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয় এবং জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়।