মেহেরপুরে ১ম বিভাগ ভলিবল লীগের শুভ উদ্বোধন

 


                                               মেহেরপুরে ১ম বিভাগ ভলিবল লীগের শুভ উদ্বোধন 

 আমিরুল ইসলাম অল্ডাম : বছরের শেষ দিনে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ১ম বিভাগ ভলিবল লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।  ১ম বিভাগ ভলিবল লীগে রেকর্ড সংখ্যক ১৬ টি ভলিবল ক্লাব অংশগ্রহন করেছে। উদ্বোধনী দিনে আমঝুপি  উদয়ন ক্লাব এবং ইছাখালী অল স্টার ক্লাবের মধ্যে ১ম খেলা অনুষ্ঠিত হয়। 

 ১ম বিভাগ ভলিবল লীগে অংশগ্রহন কারী দলগুলো হলোঃ মেহেরপুর টাউন ক্লাব, গাংনী পৌরসভা ভলিবল একাদশ, ব্রাইট স্টার ক্রীড়াচক্র. কুতুবপুর নিউ মডেল ক্লাব, শোলমারী যুব উন্নয়ন, বুড়িপোতা সবুজ সংঘ, বিশ্বাস ক্রীড়া চক্র, পিরোজপুর জনতা, ক্লাব, আশরাফপুর জনকল্যাণ ক্লাব, স্বাধীন বাংলা ক্রীড়াচক্র, সূর্য়তরুণ ক্লাব, রাজনগর গোল্ডেন ক্লাব, টেংরামারী যুব সংঘ এবং গোলাম রহমান স্মৃতি সংঘ । 

এদিকে ১ম বিভাগ ভলিবল সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আতর আলীকে আহবায়ক কওে মোট ৫ সদস্য বিশিষ্ট ভলিবল লীগ উপ কমিটি গঠন করা হয়েছে।  কমিটির অন্য সদস্যরা হলেন, আনরুল ইসলাম মন্ডল, সাইফুল ইসলাম, কেএম নূরুল হাসান, এবং খন্দকার শফিউল কবীর।


 

আমিরুল ইসলাম অল্ডাম

মেহেরপুর 


Post a Comment

Previous Post Next Post