গাংনী উপজেলা অডিটোরিয়ামের উন্নয়ন ও সংস্কারের প্রকল্প পরিদর্শন করলেন এমপি সাহিদুজ্জামান খোকন
মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনী উপজেলা অডিটোরিয়ামের উন্নয়ন ও সংস্কারের প্রকল্প পরিদর্শন করলেন মেহেরপুর -২ গাংনী আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। টিআর বরাদ্দ থেকে অডিটোরিয়ামের উন্নয়নের কাজ করা হচ্ছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার বিকেলে তিনি কাজের অগ্রগতি দেখতে সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রকল্প বাস্তবায়নকারীদের সাথে আলাপ করেন। এসময় তার সাথে ছিলেন,গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নিরঞ্জন চক্রবর্তী, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ সহকারী প্রকৌশলী আলিমুল রেজাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
Tags:
‘মেহেরপুর