যুবলীগ নেতা নয়নকে হত্যাচেষ্টা মামলার আসামী গ্রেফতার করেছে র‌্যাব

                         যুবলীগ নেতা নয়নকে হত্যাচেষ্টা মামলার আসামী গ্রেফতার করেছে র‌্যাব

বি এম রাকিব হাসান :  যুবলীগ নেতা নয়নকে হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামী এনামুল কবির বিপ্লব(৩৮) কে আটক করেছে র‌্যাব ৬। ৫ জানুয়ারি বৃহস্পতিবার রাত ১ টা ৩০ মিনিটে ঢাকা মহানগরীর মহাখালী এলাকা থেকে আটক করা হয়। র‌্যাবের পাঠানো তথ্যে জানা যায়, নয়ন এর সাথে আসামী বিপ্লব তার সহযোগীদের রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব হতেই বিরোধ চলে আসছিল। এরই জেরধরে গত ২৮ ডিসেম্বর ২০২২ তারিখ সন্ধ্যা অনুমান ৭ টা ১৫ মিনিটে নয়ন শহর থেকে নিজ বাড়ীতে ফিরছিল। ফেরার পথে ঝিনাইদহ সদর থানার বয়রাতলা ফকিরপাড়া এলাকায় পৌছলে গ্রেফতারকৃত আসামীসহ তার সহযোগীরা রামদা, চাইনিজ কুড়াল, লোহার রডসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে নয়নকে এলোপাথাড়িভাবে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত গুরুতর জখম করে। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা ভিকটিমকে ঝিনাইদহ সদর হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে ভিকটিমকে ঢাকা পঙ্গু হাসাপাতালে রেফার্ড করে। এ বিষয়ে নয়নের পিতা জাহাঙ্গীর আলম বাদী হয়ে গত ২৯ ডিসেম্বর ২০২২ তারিখে ঝিনাইদহের সদর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করে।উক্ত ঘটনার বিষয়ে র‌্যাব -৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।

 

এরই ধারাবাহিকতায় ০৫ জানুয়ারি ২০২৩ তারিখ র‌্যাব -৬ এর ঝিনাইদহ ক্যাম্প এর একটি গোয়েন্দা দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, আসামী ঢাকা মহানগরীর মহাখালী এলাকায় আতœগোপন করে আছে। পরবর্তীতে অভিযান পরিচালনা করে মোঃ এনামুল কবির বিপ্লব কে আটক করে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।


Post a Comment

Previous Post Next Post