গাংনীতে আগুন পোহাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু।

 

মেহেরপুর  জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনীতে শীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে জাহানারা খাতুন (৭৫) নামের একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে।  ২ সন্তানের জননী বৃদ্ধা জাহানারা চেংগাড়া গ্রামের পশ্চিমপাড়ার বদরুদ্দীনের স্ত্রী। 

রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।স্থানীয়রা জানান, বৃদ্ধা জাহানারা শনিবার সকালের দিকে শীত নিবারণের জন্য নিজ বাড়ির আঙ্গিনায়  খড় কুটো দিয়ে আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশতঃ আগুন তার শরীরের পোশাকে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুন তার শরীরে ছড়িয়ে পড়লে সে গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়। 

প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নেয়। তার অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।  রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। 

  



Post a Comment

Previous Post Next Post