ওই বিজ্ঞাপনে বলা হয়েছে, শহরব্যাপী ইঁদুর নিধন কর্মকাণ্ডের জন্য একজন ‘ডিরেক্টর’ চাই। সর্বোচ্চ বেতন বছরে প্রায় ১ লাখ ৭০ হাজার ডলার (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকার বেশি)। যিনি ওই পদে চাকরি করবেন তাকে ইঁদুরের ‘জার’ বা ‘সম্রাট’ বলে ডাকা হবে।এতে আরও বলা হয়, শহরের ইঁদুরগুলো ‘অত্যন্ত চালাক এবং মারাত্মক পেটুক। নিজেদের রক্ষা করতেও অত্যন্ত দক্ষ।’
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বিজ্ঞাপন ও পুরস্কারের কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, যিনি এ কাজ করবেন, তার ইঁদুরের প্রতি কোনো দয়ামায়া থাকলে চলবে না। চলতি বছরের অক্টোবর মাসে অ্যাডামস সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন, শহরকে অপরাধমুক্ত করা যত জরুরি, ইঁদুরমুক্ত করাও ততটাই জরুরি। খবর: দ্য ওয়াল স্ট্রিট জার্নালের।
Tags:
আন্তর্জাতিক