ইঁদুর দূর করার মিশনে নেমেছে নিউইয়র্ক প্রশাসন।



এবার শহর থেকে ইঁদুর দূর করার মিশনে নেমেছে নিউইয়র্ক প্রশাসন। নিউইয়র্ক সিটি মেয়রের অফিস থেকে বিষয়ে একটি চাকরির বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে

ওই বিজ্ঞাপনে বলা হয়েছে, শহরব্যাপী ইঁদুর নিধন কর্মকাণ্ডের জন্য একজনডিরেক্টরচাই। সর্বোচ্চ বেতন বছরে প্রায় লাখ ৭০ হাজার ডলার (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় কোটি ৭৪ লাখ টাকার বেশি) যিনি ওই পদে চাকরি করবেন তাকে ইঁদুরেরজারবাসম্রাটবলে ডাকা হবেএতে আরও বলা হয়, শহরের ইঁদুরগুলোঅত্যন্ত চালাক এবং মারাত্মক পেটুক। নিজেদের রক্ষা করতেও অত্যন্ত দক্ষ।


নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বিজ্ঞাপন পুরস্কারের কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, যিনি কাজ করবেন, তার ইঁদুরের প্রতি কোনো দয়ামায়া থাকলে চলবে না। চলতি বছরের অক্টোবর মাসে অ্যাডামস সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন, শহরকে অপরাধমুক্ত করা যত জরুরি, ইঁদুরমুক্ত করাও ততটাই জরুরি। খবর: দ্য ওয়াল স্ট্রিট জার্নালের

Post a Comment

Previous Post Next Post