মেহেরপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

 


মেহেরপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুওে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন এর নেতৃত্বে মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সমাবেশে মাসুদ অরুন বলেন, বিশাল গণ সমাবেশের মধ্য দিয়ে ১০ ডিসেম্বর ঢাকায় রক্তপাতের মধ্য দিয়ে আমরা প্রমাণ করেছিলাম সরকারকে জনসভা করতে দিতে হবে। তিনি আরও বলেন, সেই জনসভায় ২০ লাখ মানুষ উপস্থিত থেকে ঘোষনা দিয়েছে ১০ দফা কর্মসূচীর ১০ দফা মানতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। সংসদ ভেঙ্গে দিতে হবে। তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সারাদেশের বিএনপি নেতাকর্মীদের মুক্ত করতে হবে। 

মাসুদ অরুন শনিবার সকালে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়া , ফখরুল ইসলাম আলমগীরসহ সকল নেতা কর্মীদের মুক্তির দাবি করেনসমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রহমান,পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি মারুফ আহম্মেদ বিজন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ। 


 



Post a Comment

Previous Post Next Post