মেহেরপুরে জাতীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প শেষে সনদ ও পদক বিতরণ
মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে ১৪ তম জাতীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প ২০২২ এ অংশগ্রহন কারীদের মধ্যে সনদ পত্র ও পদক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প ২০২২ এ অংশগ্রহণ মধ্যে সনদ পত্র ও পদক বিতরণ করা হয়। মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম উপস্থিত থেকে ১৪ তম জাতীয় রেড ক্রিসেন্ট ক্যাম্পে অংশগ্রহনকারীদের সনদ ও পদক বিতরণ করেন।
এসময় মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারন সম্পাদক এ্যাড. খন্দকার একরামুল হক হীরা, সদস্য আব্দুর রব বিশ্বাস, এ্যাড, শফিকুল আলম, যুব রেড ক্রিসেন্টের প্রধান খন্দকার শামসুজ্জোহা সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।