Kbdnews স্পোর্টস ডেস্ক : ফুটবল ঐতিহ্য, ইতিহাস, একের পর এক কঠিন ধাপ পেরিয়ে যোগ্যতার দল হিসেবেই সেমিফাইনালে পা রেখেছে ৪ দল। সুতরাং আজ রাত ১টায় আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার মধ্যকার প্রথম সেমিফাইনালে লড়াইটা হবে সমানে সমানএই আসরে দুই দলের পারফরম্যান্সের সঙ্গে অতীত পরিসংখ্যানও সমতার জয়গানই গাইছে। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হেরে চাপে পড়ে যাওয়া আর্জেন্টিনা অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায়। মেসি জাদুতে পরের দুই ম্যাচই জিতে সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই পা রাখে দ্বিতীয় রাউন্ডে। শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জমাট লড়াই করে জয়, কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ সমতার পর মেসিরা সেমিফাইনালে উঠেছেন টাইব্রেকার নাটকে জিতে। মুদ্রার উলটো পিঠে ক্রোয়েশিয়া এখনো পর্যন্ত কোনো ম্যাচে হারেনি। গ্রুপপর্বে এক জয়, দুই ড্রতে তারা শেষ ষোলোতে উঠে এফ গ্রুপের রানার্সআপ হিসেবে। পরের দুটি ধাপই তারা পেরিয়েছে মাঠের কঠিন লড়াইয়ের পর টাইব্রেকারে জিতে। মানে দুই দলই টাইব্রেকারে কোয়ার্টার ফাইনালের বেড়া পেরিয়ে আজকের সেমিফাইনালে। এই পথে দুই দলই নিজেদের স্নায়ুর পরীক্ষা এবং বজ্র-কঠোর মানসিকতার পরিচয় দিয়েছে। সুতরাং কাকে ফেভারিট আর কাকে আন্ডারডগ তকমা দেবেন?
পরিসংখ্যানের পাতায়ও দুই দলের সমতার গান। দুই দল এ পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হয়েছে পাঁচ বার। তার দুটিতে জিতেছে আর্জেন্টিনা, দুটিতে ক্রোয়েশিয়া। অন্য ম্যাচটি ড্র। সেই ড্রটা ছিল দুই দলের প্রথম সাক্ষাত ১৯৯৪ সালে। আর্জেন্টিনা-ক্রোয়েশিয়ার মধ্যে সমতা বিশ্বকাপ লড়াইয়েও। বিশ্বকাপে এর আগে দুবার মুখোমুখি হয়েছে দুই দল। এক বার আর্জেন্টিনা জিতেছে, এক বার ক্রোয়েশিয়া। আজ যে কোনো এক দলের এগিয়ে যাওয়ার পালা।মুদ্রার উলটো পিঠে ক্রোয়েশিয়া এখনো পর্যন্ত কোনো ম্যাচে হারেনি। গ্রুপপর্বে এক জয়, দুই ড্রতে তারা শেষ ষোলোতে উঠে এফ গ্রুপের রানার্সআপ হিসেবে। পরের দুটি ধাপই তারা পেরিয়েছে মাঠের কঠিন লড়াইয়ের পর টাইব্রেকারে জিতে। মানে দুই দলই টাইব্রেকারে কোয়ার্টার ফাইনালের বেড়া পেরিয়ে আজকের সেমিফাইনালে। এই পথে দুই দলই নিজেদের স্নায়ুর পরীক্ষা এবং বজ্র-কঠোর মানসিকতার পরিচয় দিয়েছে। সুতরাং কাকে ফেভারিট আর কাকে আন্ডারডগ তকমা দেবেন?
পরিসংখ্যানের পাতায়ও দুই দলের সমতার গান। দুই দল এ পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হয়েছে পাঁচ বার। তার দুটিতে জিতেছে আর্জেন্টিনা, দুটিতে ক্রোয়েশিয়া। অন্য ম্যাচটি ড্র। সেই ড্রটা ছিল দুই দলের প্রথম সাক্ষাত ১৯৯৪ সালে। আর্জেন্টিনা-ক্রোয়েশিয়ার মধ্যে সমতা বিশ্বকাপ লড়াইয়েও। বিশ্বকাপে এর আগে দুবার মুখোমুখি হয়েছে দুই দল। এক বার আর্জেন্টিনা জিতেছে, এক বার ক্রোয়েশিয়া। আজ যে কোনো এক দলের এগিয়ে যাওয়ার পালা।