মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরে পাওয়ারট্রলির ধাক্কায় মোজাহারুল মন্ডল (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। মোজাহারুল মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের সাত্তার মন্ডলের ছেলে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর শহরের ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,মোজাহারুল সাইকেল চালিয়ে পিরোজপুর থেকে মেহেরপুর আসছিলেন। তিনি মেহেরপুর শহরের ভূমি অফিসের সামনে এসে পৌঁছালে, একটি পাওয়ারট্রলি তাকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় সে গুরুতর ভাবে আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে,কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
Tags:
দুর্ঘটনা