ঘন কুয়াশার ৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ছবি :Kbdnews:

গোয়ালন্ সংবাদদাতা : ঘন কুয়াশার কারণে চার ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া ও পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার পর ফেরি ঘাটে আটকা পড়া যানবাহন নদী পারাপার শুরু হয়।  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)  সূত্র জানায়, বুধবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত থেকে পদ্মা নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। রাত বারার সঙ্গে সঙ্গে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে কুয়াশার চাদরে দৌলতদিয়অ-পাটুরিয়া নৌরুট ঢাকা পড়ে যায়। এতে নৌরুটের মার্কিং বাতি দৃষ্টিসীমার বাইরে চলে গেলে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কিছুটা কমে এলে পুনরায় ফেরি সার্ভিস চালু করে কর্তৃপক্ষ। টানা ৪ ঘণ্টার বেশি সময় ফেরি সার্ভিস বন্ধ থাকায় নদী পারাপার হতে আসা শতাধিক যানবাহন ঘাট এলাকায় আটকা পড়ে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন জানান, দুর্ঘটনা এড়াতে ভোর ৫ টায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে সকাল সোয়া ৯ টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। 

 


Post a Comment

Previous Post Next Post