গাংনীর জুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস-’২২ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনীতে জেলা তথ্য অফিসের উদ্যোগে মহান বিজয় দিবস-’২২ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গাংনীর স্বনামধন্য জুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম্ এ খালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম, ষোলটাকা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম , মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন ও সাংবাদিক আলামিন হোসেন প্রমুখ।
গাংনী অনুষ্ঠানটি আব্দুল্লাহ আল মামুনের উপস্থাপনায় আলোচনা সভা শেষে গাংনী উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকদের মাতিয়ে তোলে। অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মধ্যাহ্ন ভোজের পরে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ,শিক্ষার্থী কচি কাচা সোনামনি ও তাদের অভিভাবক মন্ডলী নাচ গান উপভোগ করেন।
আমিরুল ইসলাম অল্ডাম
মেহেরপুর