স্টাফরিপোটার :: জাতীয় সাংবাদিক সংস্থা, গাংনী উপজেলা শাখার আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মুক্তিযুদ্ধের অঙ্গিকার সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমরা অঙ্গিকারাবদ্ধ’এই শ্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার সময় গাংনী পৌর এলাকার কাথুলী মোড়ে অবস্থিত পথিকের পাঠশালার সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা মানবাধিকার সহায়তা কমিটির সভাপতি ও পথিকের পাঠশালার পরিচালক রফিকুল ইসলাম পথিক।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড হারুন অর রশীদ, গাংনী বিআরডিবি সেচ প্রকল্পের সম্পাদক মিজানুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক ও মানবাধিকার সহায়তা কমিটির সদস্য শফিকুল ইসলাম স্বপন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মানবাধিকার সহায়তা কমিটির সদস্য আলী আজগর, আকবর আলী, আবুল হাশেম, রেহেনা খাতুন, হাসি বিশ্বাস, জন বিশ্বাস প্রমুখ।