স্টাফরিপোটারঃ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক মেহেরপুর জেলা কমিটির আগামী ১০ ডিসেম্বর ২০২২ ইং তারিখ, আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মুলক সভার আয়োজন করা হয় সংস্থার নিজ কা্রয্যালে। উক্ত প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কমিটির জেলা সভাপতিওবাংলাদেশ ক্রেতা বোক্তা সংরক্ষন ফাউন্ডেশন এর মেহেরপুর জেলা আহবায়ক সাংবাদিক মোঃকামরুজ্জামানখান
উপস্থিত সদস্য বৃন্দ গন সহ সভাপতি মহিদুল ইসলাম, সাবেক আমরমি অফিসা সহ-সাধারণ সম্পাদক দিলারা জাহান, দপ্তর সম্পাদক আক্কাস আলী সাবেক আরমি অফিসার অর্থ সম্পাদক মোঃ আরিফ হোসেন।
Tags:
‘মেহেরপুর