মেহেরপুরে বুনিয়াদি পত্রিকা ইত্তেফাকের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন




মেহেরপুরে বুনিয়াদি পত্রিকা ইত্তেফাকের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফরিপোটার :

মেহেরপুরে আলোচনা সভা ও কেক কেটে দৈনিক ইত্তেফাকের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার ২৪ ডিসেম্বর মেহেরপুর জেলা প্রেস ক্লাব মিলনায়তনে সকাল সাড়ে ১০ টার সময় এ কর্মসূচী পালন করা হয়। ইত্তেফাকের মেহেরপুর জেলা প্রতিনিধি মাহাবুব চান্দুর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বিশিষ্ট লেখক আবদুল্লাহ আল আমিন ধুমকেতু, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, মেহেরপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ও কালের কণ্ঠ প্রতিনিধি ইয়াদুল মোমিন। বক্তব্য দেন ইত্তেফাকের গাংনী প্রতিনিধি আমিরুল ইসলাম অল্ডাম, শিক্ষক ইশতিয়াক মাহমুদ, গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা।



অনুষ্ঠানে বক্তারা বলেন, মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়া ছিলেন একজন নির্ভীক সাংবাদিক। স্বাধীকার আন্দোলন, স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশ জন্মের সাথে যতগুলো আন্দোলন হয়েছে প্রতিটি আন্দোলনে ইত্তেফাক ভূমিকা পালন করেছে। এখনও পর্যন্ত ইত্তেফাক পাঠকের কাছে গুরুত্ব বহন করে চলেছে। 




Post a Comment

Previous Post Next Post