মেহেরপুরে এতিম শিশুদের সাথে নিয়ে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
স্টাফরিপোটার : (২৭/১২/২০২২) : মেহেরপুর সরকারী শিশু পরিবারের এতিম শিশুদের নিয়ে বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৈশাখীর ১৮ বছরে পদার্পণ উপলক্ষে সরকারি শিশু পরিবারে বেলা ১২ টার দিকে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ইব্রাহিম শাহীন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাব্বি আহম্মেদ। মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরাসহ বিভিন্ন গণ্যমান্য বাক্তিবর্গ, সরকারি শিশু পরিবারের সদস্যরা এসময় সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কেক কেটে এতিম শিশুদের মুখে তুলে দেন পৌর মেয়র। এ সময় বক্তারা বৈশাখী টেলিভিশনের প্রশংসা করে ভবিষ্যতে আরো বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে আরো বেশী জনপ্রিয়তা অর্জন করবে বলে মন্ েকরেন তারা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী টিভি মেহেরপুর জেলা প্রতিনিধি হামিদুর রহমান কাজল ।