আমিরুল ইসলাম অল্ডাম : মেহেরপুরে ২৯ টি গীর্জায় বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে বড়দিন পালিত হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে আটটায় গীর্জায় প্রভুর ভোজের উপাসনার মধ্যে দিয়ে বড়দিন শুরু হয়। মেহেরপুর জেলা শহরের গীর্জাসহ মুজিবনগর উপজেলার বল্লভপুর, ভবের পাড়া, রতনপুর,গাংনী উপজেলার নিত্যানন্দপুর,পাকুড়িয়া,যুগিন্দা,চৌগাছাসহ ২৯টি গীর্জায় এক যোগে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
এর আগে শনিবার রাত ১২ টার দিকে প্রদীপ প্রজ্বলন ও আতশবাজিসহ নানা আয়োজনের মধ্য বড় দিনকে বরণ করে নেয় খ্রীস্টান সম্প্রদায়ের মানুষেরা। ২৫শে ডিসেম্বর শুভ বড়দিন উপলক্ষে রবিবার দুপুর বারোটা থেকে গীর্জাগুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। বড়দিনকে ঘিরে খীস্টান পল্লীগুলো সেজেছে বর্ণিল সাজে।অনেক বাড়িতেই গো-শালা তৈরী করা হয়েছে। বল্লবপুর, ভবেরপাড়া সহ গাংনীর নিত্যানন্দপুরে প্রতিবারের ন্যায় এবারেও মেলার আয়োজন করা হয়। বড়দিনকে ঘিরে খ্রীস্টান পল্লীগুলোতে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা। গীর্জা গুলোতে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক তার রাজনৈতিক নেতাদের সাথে নিয়ে খৃষ্টীয় পাদ্রী-পরোহীতদের সাথে কথা বলেন এবং মেলার স্টল ঘুরে ঘুরে দেখেন।
আমিরুল ইসলাম অল্ডাম