মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী গ্রামে মৌমাছির কামড়ে হায়দার আলী (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ৪ জন কৃষক। নিহত হায়দার সাহারবাটী গ্রামের তাহাজ উদ্দীনের ছেলে। আহতরা হলেন-ওই গ্রামের আকছেদ আলীর ছেলে কৃষক ফজলুল হক (৪০),হায়দার আলীর ছেলে মাসুম হোসেন (১৭),আনন্দ মন্ডলের ছেলে হায়াত আলী (৬০) ও পঞ্জত আলীর ছেলে মহাম্মদ আলী (৫০)।
আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সাহারবাটী গ্রামের একটি মাঠে হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান সাহারবাটী গ্রামের মাঠে একটি গাছের ডালে মৌচাক ছিল। সকালের দিকে একটি বাজ পাখি ওই মৌচাকে হানা দেয়। এসময় মৌমাছি ক্ষেপে মাঠে থাকা কৃষক হায়দার আলী ও তার ছেলে মাসুমসহ ৫জন কৃষককে কামড় দেয়। মৌমাছির কামড়ে তারা অসুস্থ হয়ে পড়েন। মাঠের অন্যান্য কৃষকরা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত চিকিৎসক হায়দার আলীকে মৃত ঘোষণা করেন। বাকীদের গাংনী ও মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।