মুজিবনগর উপেজেলা পরিষদে পরিচালন ও উন্নয়ন প্রকল্পে ভূমি সংক্রান্ত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মুজিবনগর উপেজেলা পরিষদে পরিচালন ও উন্নয়ন  প্রকল্পে ভূমি সংক্রান্ত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

স্টাফরিপোটার ঃ  মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পে স্থানীয় সরকার  বিভাগ ও জাইকার সহযোগিতায় ভূমি সেবা সহজিকরণের লক্ষ্যে  ভূমির মালিক, কৃষক, প্রান্তিক চাষী ও জনপ্রতিনিধিদের ভূমির আইন কানুন, নামজারি, নাম পত্তন, খাজনা ও অন্যান্য খরচের বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।  

 বৃহস্পতিবার সকালৈ মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দীন বিশ্বাস।  এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম , আফরোজা খাতুন। বক্তব্য রাখেন, ্ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু প্রমুখ। 



Post a Comment

Previous Post Next Post